চন্দন রায়
আমি আবার আসবো ০০০০০
আকাশ থেকে একটু সরে যেতে দাও
সব খুলে হিসেব উদ্ধার হলে
আমি আবার তোমার কাছে আসবো
দুহাত ভরা দৃশ্যের মাঝখানে বাক্স বন্ধ রহস্যের
ভিতর কালো ধোঁয়া। মাটির নিচে কয়লা।
মগজে দিন উপার্জনের সাহসী সিদ্ধান্ত।
মাটির ওপর। ঘরের চারপাশে।
আজ শেষ হয়ে যাবার অন্ধকার বৃত্ত থেকে
ছায়াচিত্র তুলে রক্ত আর উপার্জনের শরীর।
শিকড় জুড়েছি। মাঝে সামুদ্রিক বিন্যাস।
তোমার সঙ্গে দেখা হবে। তলিয়ে যাবার আগে
আমি আবার তোমাকে ধরবো।
দড়ি আর ফাঁসির মাঝখানে আমার স্বপ্ন
আমার স্বপ্নের শরীর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন