পিয়াংকী মুখার্জী
পুরুষ যখন পিতা ****
আদরবাক্সে
চুমু জমাতে জমাতে যে রাজকন্যা প্রতিটা সকালে হাঁটতো রাজার আঙ্গুল ছুঁয়ে ,
পাঠ্যবইয়ের পাতাগুলো সুর করে করে লক্ষ্মীর পাঁচালীর মতো মুখস্থ করতো
একমাত্র যার বাহবা কুড়োবে বলে সেই সবজান্তা লোকটা শুনশান দুপুরে রাজ্যপাট
ফেলে রেখে মেঘের বাড়িতে গেলো নিমন্ত্রণ খেতে , পথ চিনে আর ফিরতে পারলো না
...
মেয়েটা সেদিন থেকে একা হাঁটে , ব্যস্ত শহরের বিধ্বস্ত রাস্তাতে ও কারোর হাত ধরে না আর ,
ঘুঙুর খুলে ওর পায়ে আলতা , নূপুর পরিয়ে " নতুনবাড়ি " পাঠিয়েছে সমাজ !
একজন
রাশভারী ভদ্রলোক , নতুনবাড়িতে সবাই যাকে দেখলেই ঢোক গিলতে গিয়ে লালা মাখায়
জিভে , যার টাইমটেবিল পূর্ব রেলওয়ের মতোই সাঁটানো থাকে স্টেশনঘরের ডাইনিং
হলে সেই মহারাজা ঘোলাটে চোখে পুছতাছ করেন আজকাল সদ্যবৌ এর মন বারান্দা
নিয়ে , প্রণাম করতে গেলে যিনি বলেন , " আটমাসের পেট নিয়ে নিচু হতে নেই "
অবাক দৃষ্টিতে মেয়েটা তাকিয়ে থাকে পালকহীন পলকে !
নিরীহ
বিকেলগুলোকে মুখরোচক জলখাবারহীন অভ্যেস করবার আয়োজন করতে করতে হাঁপিয়ে ওঠে
মেয়েটা যখন , ঠিক তখনই সন্ধের টিফিনে কাঁসার বাটিতে ছানামুড়ি মেখে গোল্লা
পাকিয়ে মুখে ঠুসে দিয়ে তিনি বলে ওঠেন , " তাড়াতাড়ি গেল্ বেশি করে চিনি
মিশিয়েছি , দেখ্ ভালো খেতে হয়েছে রে , আগে দরজাটা বন্ধ কর্ , তোদের মা
দেখলে লংকাকান্ড বাঁধাবে "
ই
টিভি নিউজ দিয়ে রাতের রুটি তরকারি মেখে খাবার সময় যে মানুষটার তদারকি
করতো সারা বিশ্ব , তটস্থ থাকতো তৎসম শব্দের বানান নিয়ে , এখন সে-ই নাকি
ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির সিনেমা চ্যানেল ঘুরিয়ে দিয়ে বলে , " খবর মানেই
লাল রক্ত , আর ভাল্লাগে না ,তার থেকে বরং তোদের বয়সের দিকে দৌড় লাগাই ,
নিয়ে যাবি আমায় ? "
মেয়েটা
এখন রাক্ষুসে দুপুরে ভয় চিবিয়ে খায় , ওই জমকালো লোকটার ঘামে ভেজা পিঠের
ঘামাচি মারে , শিশুর মতো কান পেতে শোনে সেই জলজ শব্দ , আর সেই শর্তানুসারে
সাপ-লুডু খেলতে খেলতে চেঁচিয়ে বলে , " বড্ড চিটিং করেছো তুমি , আমি
দশটার বেশি পাকাচুল তুলবোই না "
খাদ্যতালিকার
শেষেও জায়গা না পাওয়া গরুর দুধের সাথে মেয়েটার কিছুদিন হলো বন্ধুত্ব
হয়েছে । প্রেগনেন্সির প্রথম মাসেই এক গ্লাস গরম দুধ মুখের সামনে এনে তিনিই
তো বলেছিলেন , " মা হতে গেলে প্রথমদিন থেকেই শক্ত হতে হয় , নইলে যন্ত্রণা
সহ্য করার শক্তির জোগান দেবে কে ? একটা আস্ত-জীবন-মাতৃত্ব অপেক্ষা করছে
তোর জন্য , তাকিয়ে দেখ ওই যে একটা আলোর বিন্দু "
ও মাথা নিচু করে ,
ন'মাসের পেটে এখন পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে আগামীর নব-শৈশব ।
মেয়েটা
আজকাল ভালোবাসার বাজারে নিজেহাতে পাল্লা পাল্লা আদর কেনে , তারপর
সম্পত্তির মতো আগলে বুকের বাঁদিকের লকারে আলগোছে তাদের শুইয়ে দিয়ে চাবিটা
ছুঁড়ে দেয় মারিয়ানার খাতে !
শ্বশুর নামক পুরুষরা এভাবেই বাবা হয়ে ওঠেন বারবার !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন