মৌমিতা মিত্র
প্রথম পা ফেলার অপেক্ষায়
-----------------------------
একদিন বলেছিলাম ফিরে যাব। তারপর থেকে আমি প্রতিদিন ফিরে যাই। বাঁক ঘুরি। অন্য কোন সময়ের ঘরে ফেলে আসা আমার সেই আমি ধুলো ঝেড়ে এগিয়েও আসে। শুধু মাঝের পথগুলো আর আগের মতো থাকে না। আমাদের পায়ের অসাবধানী চাপে তারা মুখ ঘুরিয়ে সরে গেছে ভাইবোনদের কাছে। ফাঁকগুলো ভরাট করার পলি-বালি আর আমি দাঁড়িয়ে পড়ি। হয়তো অপেক্ষা চলে প্রথম পা ফেলার।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনআহা মুগ্ধতা বোন !
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনবাঃ বেশ লিখেছ।
উত্তরমুছুন