সোমা দত্ত
স্নান ও ফ্যান্টাসি
________________
বাথটাবে গড়িয়েছে নদী, মোমবাতি, আপেলের রস
খুলে রাখো ট্যাপকল স্নানের উপরে
মধুচাঁদ, মাখামাখি গ্লিসারিন
গলা বেয়ে আঙুলের দীর্ঘ স্রোতের রেখা-
সোনালী মাছের শিরকাটা, হু হু রোমে অপ্রতুল খেড় ঘাস―
ডুবে গেছে নীল ফিতে, সাটিনের ফুলপাতা
সাধারণ দাগ ছোপ ফুঁসকুড়ি, ক্লান্ত নখের কোণ, শীতের চৌচির ফাটা
বালতির জলে তেলজল, শুকনো ত্বকের ছাল বলে যায় যত পরিযায়ী হিমকথা
আরো আরো ক্ষীণ ধারা শাওয়ারের, আরো বেশী লৌহচূর্ণ দাগ
নিকাশি নালীতে জমা শরীরের ঘাম, ক্লেদ, লাল বিছা,
জরায়ুর যত ভাঙা জল, নোনা স্বাদ―
বিয়োগের সর্বস্বান্ত সেপাই হয়েছি আজ,
বারুদ শৃঙ্খলে পাই যত কল্পের যোগ গুন, আপসের পৌনপনিক ভাগ
সুখ শুধু রাখে ওই সাবানের ঝর্নার মেয়ে, লিরিলের কস্টিক সোডা কাঁধ―
খুব সুন্দর লিখেছ !! খুব খুব খুব!!
উত্তরমুছুনভালো লাগল।ভালো কবিতা।
উত্তরমুছুনএই একটি অসাধারণ কবিতা পড়লাম। সোমা দত্ত একজন শক্তিশালী কবি আরেকবার প্রমাণিত হল এই কবিতায়। স্নানের ফ্যান্টাসী ধরে তার কবিত্বশক্তির অসামান্য বিস্তারে মুগ্ধ হলাম। সোমার ডিকশন অনেক আগেই আমাকে খুব টানে। এখানেও তাই আরো উজ্জ্বল। বাথটাবে যে কবিতা শুরু হল তার ক্রিসক্রসে কোথায় কোথায় ছড়িয়ে পড়ল! কখনো সাগরের বালুচরে, কখনও নীল কামানের দাগে, কখনও সোনালী মাছে। এতসব দ্রাঘিমা ভাঙছে এই ছোট্ট একটি কবিতা যে বিস্মিত হয়ে দেখি। অপূর্ব নির্মিতি এ কবিতার। অনেক শুভেচ্ছা সোমা এগিয়ে চলো।
উত্তরমুছুনখুব ভাল লাগল আপনার কবিতা
উত্তরমুছুন