সমর্পিতা ঘটক
বার্ডম্যান ***
এই ঝিমধরা শুকনো বেলায় উড়ে যেতে ইচ্ছে হয়,
সন্তর্পণে বারান্দার গ্রিল গলে হুস করে উড়ে যেতে হয়...
জানি, তবু অপেক্ষা করি আরো একবার।
উড়ে গেছে রুটিওয়ালি মাসির বর বেহালার মহেশতলায়, নিরঞ্জনের বাবাও কোনও এক সকালে পুরনো স্মৃতি খুঁড়ে লাল উঠোন থেকেই লক্ষ্মণরেখা মুছে দিয়ে হুস... গোলাপি আলো ছিল সেদিন সাঁতরাগাছির ঝিলে,
ওদের হাতের রেশমি রুমাল খুলে যায় প্যারাসুটের মতো,
ছেলে, মেয়ে, বউ তাকিয়ে থাকে উপরের দিকে।
পালকের মতো নীচে শুধু হিং টিং ছট।
ঘাড় উঁচু করে দেখতে পাই বার্ডম্যান।
আমিও যাই বারান্দা পেরিয়ে... বালুচরি ডানা...
গ্রিল, ট্রিল জড়সড় নীচে, বাতিল লোহা লক্কড়... শেকল বাকলের মতো...।
সুন্দর ভাবনা।সুন্দর শব্দচয়ন।খুব ভালো লাগলো
উত্তরমুছুনখুব ভালো লাগছে নবনীতা। ভালো সবকিছু মুঠোয় ভরে নিলাম। ভালো থেকো ❤️❤️
মুছুনবন্দী মানুষের চিরন্তন উড়ান কাব্য... অসাধারণ। বালুচরী ডানার রূপকল্প মন ছুঁয়ে গেল।
উত্তরমুছুনআনন্দিত। আপ্লুত। প্রাপ্তি। ❤️❤️🙏
মুছুনআনন্দিত। আপ্লুত। প্রাপ্তি ❤️❤️🙏
মুছুনটানটান কবিতা। রুটিওয়ালী মাসির বর উড়ে গেছে, নিরঞ্জনের বাবাও। স্পষ্ট বক্তব্য। ভালো লাগলো সমর্পিতা।
উত্তরমুছুনঅনেকখানি ভালোলাগা দেবাশিস দা। খুব ভালো লাগল আমারও।
মুছুনঅসাধারণ। নামকরণটিও।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ। প্রাণিত হলাম।
মুছুনপ্যারাসুটএর চিত্রকল্প ভাবনা চমৎকার।
উত্তরমুছুনভালো লাগল মতামত পেয়ে। আন্তরিক ধন্যবাদ।
উত্তরমুছুন