সোনালী ঘোষ

 

ইলিউশান @@@
মনে হয় প্রতি দুর্লভ মুহূর্তে ,
একা হয়ে যাই।
মনে হয়, এই তো কিছুক্ষণ মাত্র, 
তারপর সব স্পন্দন দিব‍্যি যাবে ধুয়ে;
আবার দাঁড়াব গিয়ে বাতাসের কাছে, আর
শরীরের ভেতর আবার যন্ত্রণা এসে বসবে,
নাভিকুন্ড থেকে উঠে আসবে একে একে ক্ষোভ....
তোমাকে মাঝে মাঝে খুব অপরিচিত মনে হয়, বিশেষত
যখনই জাফরিকাটা মাঘী রোদ তোমার চোখে মুখে
এসে বসে, 
মনে হয় বড় একা হয়ে যাই...
মনে হয় এই তো কিছুক্ষণ,
মনে হয় এ রোদের আর আয়ু কতটুকু ....

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য