মীরা মুখোপাধ্যায়
শীতপ্রস্তাব ///
শীতপ্রস্তাব এলে এবছরও
মায়াবী লংকোট আর
রঙচটা সোয়েটারগুলো রোদ্দুরে সাজিয়ে রাখি।
সোয়েটার বুনে দেওয়া ফুলো ফুলো তরুণী আঙুল
আমারও বয়স হলো
চামড়ায় নখ দাঁত বসিয়েছে নিষ্ঠুর সময়।
শীতপ্রস্তাব এলে সিমলার কথা মনে পড়ে
তুষারপাতের পর পরই কিনে দিয়েছিলে
ছাইরঙা লংকোট......
তুমি নেই , থাকলে বলতাম
ছিঁড়ে গেছে সমস্ত বোতাম
শেষ অংশে এসে কান্না পেলো।বড়ো মায়াময় লেখা।
উত্তরমুছুনমীরাদি আমার খুব পছন্দের কবি। অসামান্য লেখেন। এ কবিতাটিও তার সাক্ষ্য দিলো।
উত্তরমুছুনবাঃ দারুণ কবিতা।
উত্তরমুছুনমীরাদির কবিতা বারবার পড়তেই হয়। সেখানেই কবিতার সার্থকতা
উত্তরমুছুন" কিছু অস্থিচর্মসার আর বাকি ছাই হয়ে গেছে "। অসাধারণ অনিবার্যতা! শেষলগ্নে কবিতাটায় হাইপার সেনসিটিভ বিষণ্ণতা ! ভালো লাগল কবিতাটা , যেমন আপনার প্রতিটি কবিতা লাগে ।
উত্তরমুছুনএমন লেখাতো সবাই লিখতে পারেননা। কিছু মানুষও নয়। হাতে গোনা দুএকজন। স্ত্রীকেও পরলাম। ও পড়েনা কবিতা সাধারণত। ওরও অনবদ্য লেগেছে। প্রণাম ম্যাডাম।
উত্তরমুছুনমন ছুঁয়ে গেল।
উত্তরমুছুনশীতপ্রস্তাব আর লংকোট শব্দদুটির প্রয়োগ চমৎকার। শেষ দু'লাইনে এসে গোটা লেখাটিই বৃষ্টিতে ভিজে গেল।
উত্তরমুছুন