মীরা মুখোপাধ্যায়

 শীতপ্রস্তাব ///


শীতপ্রস্তাব এলে এবছরও 
মায়াবী লংকোট আর
রঙচটা সোয়েটারগুলো রোদ্দুরে সাজিয়ে রাখি।
সোয়েটার বুনে দেওয়া ফুলো ফুলো তরুণী আঙুল
কিছু অস্থিচর্ম সার আর বাকি ছাই হয়ে গেছে

আমারও বয়স হলো
চামড়ায় নখ দাঁত বসিয়েছে নিষ্ঠুর সময়।
শীতপ্রস্তাব এলে সিমলার কথা মনে পড়ে 
তুষারপাতের পর পরই  কিনে দিয়েছিলে
ছাইরঙা লংকোট......

তুমি নেই , থাকলে বলতাম 
 ছিঁড়ে গেছে সমস্ত  বোতাম

 

মন্তব্যসমূহ

  1. শেষ অংশে এসে কান্না পেলো।বড়ো মায়াময় লেখা।

    উত্তরমুছুন
  2. মীরাদি আমার খুব পছন্দের কবি। অসামান্য লেখেন। এ কবিতাটিও তার সাক্ষ্য দিলো।

    উত্তরমুছুন
  3. মীরাদির কবিতা বারবার পড়তেই হয়। সেখানেই কবিতার সার্থকতা

    উত্তরমুছুন
  4. " কিছু অস্থিচর্মসার আর বাকি ছাই হয়ে গেছে "। অসাধারণ অনিবার্যতা! শেষলগ্নে কবিতাটায় হাইপার সেনসিটিভ বিষণ্ণতা ! ভালো লাগল কবিতাটা , যেমন আপনার প্রতিটি কবিতা লাগে ।

    উত্তরমুছুন
  5. এমন লেখাতো সবাই লিখতে পারেননা। কিছু মানুষও নয়। হাতে গোনা দুএকজন। স্ত্রীকেও পরলাম। ও পড়েনা কবিতা সাধারণত। ওরও অনবদ্য লেগেছে। প্রণাম ম্যাডাম।

    উত্তরমুছুন
  6. শীতপ্রস্তাব আর লংকোট শব্দদুটির প্রয়োগ চমৎকার। শেষ দু'লাইনে এসে গোটা লেখাটিই বৃষ্টিতে ভিজে গেল।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য