সিদ্ধার্থ মুখোপাধ্যায়

 ব্যক্তিগত/////


আমার  সঙ্গে  পাখিদের  যে রকম সখ্য
তাকে এক কথায় ‘চর্যাগীতি’ বলা চলে।
সন্ধ্যাভাষা, জানি বুঝবে না,
যেমন বোঝো না তুমি হরিণের গান।

যেমন বোঝো না তুমি, ইনিয়ে-বিনিয়ে
আমার সমস্ত লেখা তোমাকে নিয়েই।
ভাবো  রূপকথা লিখি, রাজপুত্র, রাজকন্যা...

আকারে-ইঙ্গিতে অন্য কারো কথা লিখি...
শরীরে লুকিয়ে রাখা যাবতীয় প্রত্নচিহ্ন
তুমি নয়, অন্য কারো প্রণয়-প্রকার। বোঝাতে পারিনি
হাবেভাবে অনেকবার যদিও বলেছি। সন্তর্পণে
কবিতার মায়াজাল বিছিয়ে রেখেছি

যেমন বিছিয়ে থাকে বহমান নিজস্ব নদীটি
ঠিক যেন পাখিদের ঠোঁট থেকে খসে পড়া চিঠি...
তল খুঁজে, ছল খুঁজে ব্যক্তিগত রূপকথা
লিখে রাখি রাক্ষসী তোমায়...

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য