শমিত মণ্ডল

 অন্য নারীস্বর ###


" I looked at you and you looked at me
I longed to speak to you
                                 but I didn't. "
------ Vivien Eliot (1888---- 1947).

হায় ভ্রম, খেলা করো মূর্ছনা ও স্মৃতিকণা নিয়ে

পাহাড়ের স্তব্ধতা আমার আর তোমার মাঝে
শীতের কুয়াশামাখা বিষণ্ণতা এখন আমাদের ঘরে
সকালের দিকে তুমি গেয়েছিলে দু-কলি গান
যাক তুমি এখনো গান গাইতে পারো, অন্তত ভান করো
গান করার--- হয়তো সত্যিই গেয়েছিলে গান-- কে জানে!

আমি কবেই ভুলে গেছি গান, আমার দুই ঠোঁট অসাড়
আমি তাকিয়ে আছি জমাটবাঁধা বরফের দিকে
আরো বরফ পড়ছে,দেখো বরফের স্তূপ ছুঁতে চাইছে কাচের জানালা, বাইরে চুপ করে আছে কুয়াশাপুঞ্জ

ঠোঁট বন্ধ আমার তবু শুনতে পেলে তুমি আমার গান
রেগে বললে তুমি --- থামো,এ তোমার অন্য কন্ঠস্বর

আমি গান গেয়েই চললাম থামলাম না আমি
কেননা এ আমার অন্য নারীস্বর।

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য