বৈজয়ন্ত রাহা


যখন তখন

ঘুম থেকে অন্য এক ঘুমেক্ষতরাও হেঁটে যায় একা,
আমার ভিতর আজও ইতিহাস বেড়ে ওঠে যখন তখন ,
খোঁজে কেউ কেউ ,
আমিও যে হেঁটে যাই ক্ষতদের পিছন পিছন ,সে কথা জানেনা 
দিঘিদের বুকে ছায়া পড়ে,
কেউ কেউ আজও জিজ্ঞাসা করেচেরাপুঞ্জিতে বৃষ্টি কেমন ?
এর কোনো  জবাব কী হয়হরপ্পায় দেওয়ালে দেওয়ালে লেখা আছে
কারা ভালোবাসে,  কারা হাত নেড়ে পিছনে তাকায় ,
কারা শুধু বেচে দিতে আসে ভিখারি সময়… 


পুজো শুরু হলে রাত্রিও  উৎসব হয় নদীটির অদ্ভুত কিনারে,
অপেক্ষার ফসিল থেকে চারাগাছ মাথা তোলে ,
অববাহিকায় সংকীর্ণ চর
মনে হয়ঝড় শেষ হলে আর  থাকবে নাতবুও কী হেঁটে যাব?
ট্রেন আসা  বাকি আছে কারও পুনরুদ্ধার ?


ইতিহাস হেসে ওঠে যখন তখন
জ্যোৎস্না থেকে অন্য এক জ্যোৎস্নার অলীক গভীরে…

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য