তমালী দত্ত
১.দাম্পত্য
ঘসটানো দীর্ঘ বয়ে চলা
খয়ে চলা জীর্ন দাম্পত্য
ভিন্ন বিছানা মাসের পরে মাস
ডিশ এন্টেনায় বসা কাকেরা ঝগড়া থামিয়েছে অনেককাল
পলি জমতে জমতে নদীপথও পরিবর্তনের জন্য উন্মুখ প্রায়
ছাতিম ছাতিম গন্ধে নতুন ভোর আসে
যমুনার জলে নীল হাতছানি
'মিলন হবে কতদিনে...'
আচমকা জলবায়ু পরিবর্তনে শরীরের তাপমাত্রা বাড়লে
বেআব্রু পিঠে বরফ সেঁকার শেষে
কপালে শুধু নরম মায়াময় হাতখানি রেখো আয়ান।
বাকি সব কবিতায় তলিয়ে যাক ।
তমালী
২.নিঃসঙ্গতা
বহুকাল যেন কোনো নির্জন দ্বীপে আগ্ লে রেখেছি ছায়া।
নিজের কাছে হাঁটু মুড়ে বসে থেকেছি
একান্ত আলাপচারিতায়
তোমায় কবিতায় পাবো বলে
আর এখন পিছন ফিরে তাকালে শুধুই নিঃসঙ্গতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন