লুৎফর রহমান


গোঁসাই

গোঁসাই,
নিয়মের দিনরাত,তবু বড় ছোট হয়!!
কিন্তু আমার দিন, বুকলেপ্টে মিশে থাকে অন্ধকারে।

নহরালী,আকাশ দেখিয়ে একদিন বলেছিল,
ঐ আল্লা..!

আজ জানি,ওখানে শূন্যের পোস্তা কেবল... 
হুহু করে নড়ে,কাঁপে!!
সেখানে একটাও বুড়ির ঘর নেই,যে,হাওয়া লাগবে ফর ফর করে।
গোঁসাই,দিন কতজনের হলো।
সুরাহা হলো,সম্পদ হলো। 

রাত থেকে গেল,
যেন পড়েই রইল হোসেনের বরাদ্দে!!

ভাবি,
চোখে চাইব। 
মুখ দেখা যায় কিনা,জানার জন্য চোখে চাইবো।
কিন্তু গোঁসাই,সে তো ভেলীগুড় নয়, যে,নিদেনে মিস্টতা দেবে।
সে তো,পথে পথে ধূলোর মকরতাপ,...কেবল পথিকের পরিক্রমায় তৃপ্ত হয়।

আমি হাটুরে, কানাহোসেন
নিজের দেহে ভর করে হাঁটি। 
তবু পথের কাছে গিয়ে দাঁড়ালে,
আমি ফুরিয়ে যাই.... যোজন যোজন পথ অবধি
আমি ফুরিয়ে  যাচ্ছি, টের পাই!

গোঁসাই.... ও গোঁসাই... ও  চাঁদমণি,
কানাহোসেনের আলো বেঁধে দাও গো একবার
দেখে যাই,
 তার শুরু আর শেষ কতো লম্বা!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য