সৌরভ বর্ধন
তীব্র মানুষ ঘুমিয়ে পড়ে
_______________________
তীব্র মানুষ ঘুমিয়ে পড়ে, খুঁজতে খুঁজতে পদ্মকোরক
রাত্রিকালীন ভ্রমণে আমার অন্ত্র আমাদের ক্লোরেল্লা
হয়তো বা প্রতিভাসংকুল কোথাও যাবার ছিল ইতস্তত
ছড়িয়ে ছিঁটিয়ে বন্দরহীন মেদুর দ্বীপে পরস্পর খোলস
বিনিময় করি সঙ্গমকালে সাজি হাঁসফাঁস
চুষতে চাই নয়নাভিরাম জলপ্রাণীদের মতো
চামড়ায় নখের দাগ পেলে জিগ্যেস করো
অলস কলগার্ল হয়ে থেকো না গলার স্বর
তীব্র মানুষ ঘুমিয়ে পড়লে হাতছানি খোঁজে, খুঁজে খুঁজে হলাহল!
আমাদের ক্রিয়াপদ লুকিয়ে পড়ে হাড়েহাড়ে চিনি
আমাদের ক্রিয়াপদ লুকিয়ে পড়ে হাড়েহাড়ে চিনি
আমি ফুলের নম্রতা, শান্ত সমাহিত হওয়া কাকে বলে, কী
বা কাকে দিয়ে প্রশ্ন করলে কে বা কারা দিয়ে পাওয়া উত্তর
আমার বিকল থেকে মুক্ত হতে চেয়ে
আমি কোকের বোতলে মৎস্যকন্যা রেখেছি, দেখেছি
দস্তুরমতো অভিযোগে আমি লিপিমুখর বন্ধুর সাথে
হাঁটছি উৎসব-মানুষের ঢল দিয়ে, পেছনে রেখে আমাদের
মাথার উপর অন্ধকার গাছেদের উপর কাক ও বিশুদ্ধ রাত
এইবার ধরো পেকে যাওয়া ধানক্ষেতের ওপর দিয়ে সেই
ক্যামেরা ছুটছে অথবা বিস্তৃত কাশবনের চুল ছুঁয়ে ড্রোন
মনিটর বুকে তখন আমি দাঁড়িয়ে আছি এই যৎসামান্যে
জ্বলজ্বলন্ত হলুদাভ আভা আকাশে ছড়িয়ে...
প্রতিটা ট্রপিক লেভেলে আমার অবদান নিশ্চিত জেনো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন