সজ্জ্বল দত্ত

                

বাইপাস
              .........................................
আশ্চর্য ট্র্যাফিক জ্যামে বিধাননগর থেকে      
                               গড়িয়ার পথে ....
ইস্টার্ণ বাইপাস - 
বাসের পেছনদিকে জানলায় আমি । 
বাইরে মানিস্কোয়ার ... অ্যাপোলোর টেনশান...
আমরা দলে দলে ঠিক যেন সিনেমার ছবি । 
সামান্য এগোল বাস , 
ডাইনে মিলনমেলা অক্ষর ফোঁটা ফোঁটা 
                    নতুন কবির মুখ জানুয়ারী শেষে ।
আরও একটুখানি...
দুধারে মার্বেল অনেক সস্তা পাশে রুবির উদ্বেগ...
শান্তির জল হাতে অন্য রবীন্দ্রনাথ 
                     ছুরিকাঁচি মমিঘরে বাঁদিকে গলিতে ।
হালকা হল কি ভীড় অল্প একটুখানি !?
ওঃ কি দুর্ভোগ নিত্যনৈমিত্তিক 
এটুকু আসতে যেন পন্চাশ বছর ! 

ট্র্যাফিক জ্যামের শেষ সিগন্যাল সবুজ । 
সুতলি দড়ির গিঁট খুলে খুলে সামনে ... 
আরো ... আরো শূণ্যে... বাতাস সাঁতরে... ! 

তারপর সিগন্যাল অনন্ত সবুজ ।
শৃণ্বন্তু বিশ্বের বিধাননগর থেকে গড়িয়া অবধি 
                       ভাড়া মিটিয়ে টিকিট হাতে 
অমৃতস্য পুত্রা: আমি 
দুপাশের ঝলমলে-উদ্বেগ উড়িয়ে পালকের মত 
একবার বাইপাস অ্যাপোলো মেডিকা ছুঁয়ে
হাজার তারার ভীড়ে ... 
অসীম ব্রহ্মান্ডপথে ! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য