প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
হাজারদুয়ারি এক্সপ্রেস
শিস বাজলে, অনিচ্ছা থাকলেও কিছু করার নেই দিদিমণি। আঁধার ছেঁকে যতোটা আলো কুড়িয়ে রাখো, ততটাই সামনে গানের সুরে ছড়িয়ে দিতে দিতে, মেখে নাও রোদেলা মল্লার। কেবল যেখানে আরম্ভ থাকে, রেখে এসো স্বপ্ন মঞ্জরী। ফেরার পথে দেখে নিতে ভুলো না আলো ছোঁয়ার চিহ্নমালা। হাজারদুয়ারি এক্সপ্রেস রানাঘাট স্টেশন ছাড়লে, চোখে ভেসে ওঠে ভিজতে থাকা দুপাশারি সবুজের অভিবাদন। সামান্য পিপাসা নিয়ে দাঁড়িয়ে সাদা স্কুলবাড়ি। তোমার মৃদু শাসনের অপেক্ষায় অবাধ্য ছায়ামুখগুলো খুশির অভিমুখে বসে থাকে । দূরত্ব ভাসিয়ে দেওয়া হাসির কলরোলে আনন্দের দখলদারি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন