মেঘনা চট্টোপাধ্যায়

ব্লু হোয়েল দ্য গেম

আমি জন্মান্ধ, মূক ও বধির
শয্যাগত চলচ্ছক্তিহীন
একথা তো সকলেই জানে

অথচ এ ব্যাধির শেকড় পেয়েছি খুঁজে 
গোড়া ধরে টানও মেরেছি
সহজে কি ওঠে আর!

শিরায় শিরায় তার অনন্ত সংসার
মাটি কামড়ে ধরে থাকে
পড়ে থাকে মরণের পরও

তবু আমি প্রাণপণে ছিঁড়েছি শেকড়
অস্থিমজ্জার পাকে ডালপালা ছেয়ে
শেকলের মত যারা জড়িয়েছে পায়ে

এখন দুপায়ে বল,
দুবাহুতে সিংহের বিক্রম
কার্নিশে কার্নিশে ঘুরি বেড়ালের মত

ঝোপ বুজে লাফ মারি গৃহস্থ রোয়াকে
ভেঙে যায় ব্রহ্মকমলের টব
বেলোয়ারি সুখের রাজপাট

জন্মান্ধ বালক আমি
মৃতদেহে স্তন্য খুঁজে মরি
একথা তো সকলেই জানে

অথচ যে ব্যালকনির ঝিম আলো,
পিৎজা আর বিলিতি আতরে ক্লান্তি পায়,
অবসাদে নীল হয়ে যায়

তার জন্যে নীল তিমি প্রস্তুত রেখেছি
শিউলি ফুলের মতো
অপমৃত্যু বেঁধেছি রুমালে

ঢেউয়ের কেশর চেপে ধরে
অলিন্দ নিলয় ছেনে
রেণু রেণু মুক্তো তুলে আনি

তিমিরা গাইতে থাকে
তাদের নিজস্ব সামগান
সুখী গেরস্থালী খুঁজে মরে

পদ্মপাতায় মুড়ে সে গানের সুর
রেখে আসি লাল ডুরে তোষকের নীচে
টাইমারে বেঁধে দিই নিশ্চিত ধ্বংসের সময়

জন্মান্ধ,  মূক ও বধির "আমি"
নীল তিমি চরিয়ে বেড়াই
একথা তো সকলেই জানে



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য