নিলয় নন্দী


হেমন্তের এস.এম.এস


কোনো ঘরেই আর তোমাকে খুঁজে পাচ্ছি না।

বেডরুম, ডাইনিং, ড্রয়িং বা একচিলতে ঝুলবারান্দা
কোথাও না পেয়ে সিঁড়ি বেয়ে উঠে যাই
ছাদ, কার্ণিশ, তারের শাড়ির ফাঁক দিয়ে
উঁকি মেরে দেখি গলিতে লাল মারুতি ধোঁয়াশা কাঁচ
হঠাৎ মিলিয়ে যাওয়ার আগে...

এ বাড়ি আমার নয়, জানি।
এ বাড়ি তোমার'ও নয় হয়তো।
তবু এক নির্জন বইয়ের তাক থেকে গেছে কোথাও
সেখানে নীরা সন্তর্পণে বেরিয়ে পাশের বইয়ের
ভিতরে ঢুকে যায়। চুমু খেয়ে আসে পৃথুকে।
আরণ্যক ক্যাফেটেরিয়ায় বার বি কিউ'ও খায়।
তারপর, নিষিদ্ধ প্রেমের কবিতায়...

সেই বারোয়ারি কলতলা ফেলে এসেছি কবেই
এখন উপস্থিতির কোন শব্দ হয় না
নিবিড় যোগাযোগ নিখোঁজ বার্তায় মিশে যায়।

হেমন্তের এস.এম.এস থেকে তখনো ঝরে পড়ে
 বিগত শিউলি আর অপেক্ষা এপিটাফ...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য