অভিজিৎ দাসকর্মকার



বোধি আর বধিরতার মাঝে
 ♬♫♪♬♪♬♬♬♫♪♩
মনটাও আজ দীর্ঘ বৃক্ষের 
ভাববাচক বিশেষ্যের তীব্রতায় 
ডিসেম্বরী চিয়ার্স নর্তকীর সমান-

বোধি আর বধিরতার মাঝে
  উদ্ভিদ 
    বেনআসহকলা
        বাই-সাইকেলের বেল
আগন্তুক ভাবে লৌকিকতার ছায়ায় দাঁড়িয়ে

জিভ থেকে শব্দ-অর্কিড বজ্রপাত হয়ে ঝরে পড়ে

অন্ধকার, অরাজনৈতিক পটভূমিতে 
উচ্চস্বরে বাঁ-পাশে বসে-

  আমার কবিতার জন্মদিন হয়ে দাঁড়ালো
  বিছানার ম্রিয়মান একাকিত্ব

  অথচ 
 একটা একান্নবর্তী শরীরের
  ঘাম আর পারফিউম 
  প্রতীক্ষার প্রতিচ্ছবি 
জীবন তীরে বিচিত্র শয্যা ত্যাগের 
সমুদ্রজল হয়ে  লুকোতে চায়...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য