এলা বসু
আজ সকাল হতেই, বাজারের থলে হাতে আকাশ বেরিয়ে পড়েছে l
রোববার বলে কথা !
টাটকা সবজি আর একলা চলা পথ তার মনখারাপের ওষুধ ...
এদিকে মুষলধারে বৃষ্টি ঢুকে পড়ছে থলেতে,
মাথার ওপর এগিয়ে আসছে মেঘের কালো ছাতা,
খালি পায়ে এলোমেলো শিউলির সুড়সুড়ি l
চার পাঁচ দিন ধরেই শিউলির এই একটানা নাকি কান্নায়,
প্রাণ তার ওষ্ঠাগত !
সব কিছু কি তার নিজের হাতেই থাকে ?
থাকলে না হয়,
গুপি বাঘার স্টাইলে গান গেয়ে,
ওই পাঁচদিন একটু
থামিয়ে রাখত বৃষ্টিকে ...
বৃষ্টির সাথেও তার একটু মান অভিমান চলছে কিনা!
শেষ চিঠির উত্তর পায়নি বলে,
বৃষ্টি এবার কেঁদে কেঁদে সকলকে নাকাল করার মতলব এঁটেছে l
আর এদিকে যে পুরো আষাঢ় মাসটা,
সে জানলার ধারে বৃষ্টির দিন গুনে কাটিয়ে দিল, তার বেলা ?
এখন সে কালো রঙের তাঁত আর চোখে কাজল পরে, যতই ছড়িয়ে দিক এলোচুল,
আকাশ আড়চোখেই দেখবে কেবল,
জরি পাড়ে বিভ্রান্ত হবে কেন ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন