তাপসী লাহা


কিপ ওয়াচিং


ময়লা জমলে সাফাই ছাড়া রাস্তা কই।শুদ্ধ সাহিত্যের মত খাটি জিনিস আর পাওয়াটা  অত সহজ!

দু চারটে কাব্যিক কথা ঝাড়বো,পারিনা প্লিজ খেন্তি দাও। মেঘ হামেশাই জমে থাকে। 

মন বস্তুটাই তো একদম মেয়ে জাতের মত।ঠ্যাঙানি খাবে তাও পা ধরবে,সাধ মিটবে না,
কোথা থেকে কি এক ভেল্কিবাজি হবে,কুলকিনার ছাড়াই ও বাবা অত্যাচারী  কংসবাবুর মত পেটি ভদ্দরনোকের জন্য সিঁদুর মেখে পাটভাঙ শাড়িতে সেজে রেডি থাকবে নেক্সট  অনস্লটের জন্য।শ্যাহ লাঃ। 

এও এক বিস্ময়ের মত।এখানে খামোখা যৌনতা ও লিঙ্গভিত্তিক  আচরণ নিয়ে  অনেকে কপচানি দেবেন।কিন্তু ভাই প্র‍্যাক্টিক্যালি এই টেক টু ফেক যুগে  বুঝবে ক্যামনে । 

তাই হাজারবার সতর্ক করছি এই বারের বার মন,ময়লা, মেঘ, ময়াল সাপের মত আপাদমস্তক পেঁচিয়ে নেওয়ার আগেই সংশ্লিষ্ট  বিষয়সংক্রান্ত মৌলিক ও অপ্রস্তুত  জ্ঞান থাকা দরকার।

পরিষ্কার বিষয়ে এটা মোটামুটি ক্লিয়ার যে  অঙ্গভিত্তিক হবে।এখানে একটু বলে নিই আমরা অঙ্গরাজ্য মানে পুরো শরীর না থাকা আধা বা পৌনে কোন স্থানের কথা নিয়ে ভাববো না।

আমাদের প্রায়োরিটি হবে অবশ্যই ময়লা ও পরিষ্কার।ময়লা কার কে নিলো, স্কেচ আঁকার জন্য তার চেহারা মুখস্থ রাখার দরকার নেই।আমরা  স্বচ্ছতা নিয়েই ভাবছি।

কারণ সাতচল্লিশের পর থেকে  যেসমস্ত হুকোমুখো আমাদের ডেরায় এসে নাক সিঁটকে গেছে তাদের জন্য আমরা হরধনুভঙ্গের নির্ঘণ্ট  বেঁধে নিয়েছি।

সঠিক দিনে রাশি ও কুষ্ঠি বিচার করেই ট্রেলার রিলিজ হবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য