মৌসুমী রায়

 #আঁধারমুখোশ #
মুখের সামনে আয়নাটাকে ধরো ।
বেশ লাগবে ,
ভদ্রতার পেলব রেখার আড়ালে ,
আদিম পেশীর ঐচ্ছিক আস্ফালন ।

একটা পানসী বেয়ে ,
চলো একদিন ,
হার্ট অফ ডার্কনেসের দেশে ।
মিস্তা কুর্টজ কি সত্যিই মৃত ?

রোজ সকালের আয়নায় ,
তবে কার হায়নার মত দাঁত 
মেজে চলো অভ্যস্ত মাজনে ?
আর আমি ? কুশের পুতুল !

নাগরিক মুখোশে বড় তেলচিটে ঘাম ।
সভ্যতার সুবাতাস স্তব্ধ এখন ।
রক্তের গন্ধ রুমালে রয়েছে লেগে !
সব দাগ মুছে বৃত্তে তোমাকে ফিরতেই হবে ।

ঘেসোমাটির পায়ে চলা পথে
ফুটন্ত ভাতের আঘ্রাণে
নিভৃত নবান্নের রাতে 
নিজের মুখোমুখি ।

আকাশ তোমাকে ডাকছে ।
তুমি নোনা মাটিতে শ্বাসমূল গেঁথে নাও।
তারপর ,সপ্তডিঙা মধুকর ভাসিয়ে দাও 
গাঙুরের জলে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য