রাজদীপ ভট্টাচার্য্য


  শান্তিজল
কোথাও ভুল হয়ে গেছে হে, বড় ভুল।
আত্মরতির এ মিছিল তো হিসেবে ছিলো না 
কথা ছিলো যৌথ জীবনযাপনের 
বিছানা-বালিশের অর্ডার যে সেভাবেই দেওয়া 
ঘরে ঘরে ছয় - সাত খাট, দেড়টন এসি
ঝালর দেওয়া পর্দা, অ্যাটাচ বাথ
সব এভাবে মিথ্যে হয়ে যাবে! 

কে জানতো বল?
ইমন দিন আসবেক বটে,
মানুষ শুধু সেল্ফি তুলবে, কোণে কোণে ছড়াবে আলো 
লাস্য লাইভ হবে সোস্যাল সাইটে
হাজার হাজার লাইক ও কমেন্টের মাঝে 
হাতের খেলনা ও ভাইব্রেটর বারেবারে ছিটিয়ে দেবে
শান্তিজল। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য