কানাই লাল পাল


ইমন ফানুস

মাঝে মাঝে বুক পকেটে
নিঃশ্বাস স্বপ্ন-ছবি আঁকে
পাশ ফিরে শোয় উদাস বালিশ
নিশুতি আড়মোড়া বাঁকে

পিচ-কালো অস্তিত্ব জুড়ে
এক ফালি মেহগনি চাঁদ
জোনাকি-বুক সামনে ওড়ে
বাড়ে পকেটে রাখার সাধ

তামা রঙের সকাল আসে
ছাই জমে বাসি উনুনে
চায়ের চুমুকে উচাটন 
বাঁধা পড়ে প্রাণ বুনুনে

ধুলো ওড়ে শূন্য বাতাসে
জনস্রোত গিলে খায় মানুষ
টেবিল কাঁচে জীবন অসার
উড়ে চলে ইমন ফানুস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য