মীরা মুখোপাধ্যায়
দেখা#
তোমাকে দেখতে যাচ্ছি
অনেক বছর পর।
ফেসবুকে দেখা হয় রোজই
সেই চেনা হাসিমুখ,টানটান
শুধু চোখের দুপাশে সময়ের কাটাকুটি খেলা
#
তোমার ছেলে তো যেন তোমারই যৌবন,
ফেসবুকে ছবি আছে,
কি নাম রেখেছো ওর ?
#
অনেক বছর পর দেখা হবে
বুকফেয়ারের মাঠে, বাইশ নম্বর স্টল।
আবছা ছোঁয়ার সাধ,
দুজনাই দুজনার চোখে
যে চোখের ক্ষীণ দৃষ্টি মরে যেতে যেতে
পুরু ক্যাটারাক্ট গ্লাসে...
#
অনেক বছর পর দেখা হবে।
সামনের মাসেই নর্থবেঙ্গলের একটি
বৃদ্ধাবাসে চলে যাচ্ছি,
ছবি তুলে পোষ্ট করবো
হোমটির পাশে দুরন্ত সুন্দর একটি নদী আছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন