সঞ্জয় মৌলিক
ঈশ্বর দেখছেন সব
ঈশ্বর দেখছেন সব, যদিও তার চোখ অন্যের দিকে ঘোরানো !
তাকিয়ে থাকো, দ্যাখো, তুমি যাকে ভালোবাসো, বর্ষার সন্ধ্যায় তার দু’চরণ থেকে শ্বেত ঝিণুকমালা খুলে খুলে যায়... চোখ তারও ঘোরানো ।
অথচ ভাসমান রেণুর থেকেও ছোট তোমার শিহরণগুলো সে-ই তো পাহারা দেয় ।
তুমি ভালোবাসো, আর চাঁপাফুল-জুঁইফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে যায় । মানুষের পৃথিবীতে আছে কত আশ্চর্য সম্পদ !
তাকিয়ে থাকো, দ্যাখো, সেইসব অপার্থিব ইশারা তার থেকে তোমাকে জাগায় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন