মঞ্জরী গোস্বামী
দাহন
𝀹𝀒𝀉𝀊𝀋𝀋𝀋𝀋
যতটা আলোক তুমি ততোধিক প্রিজম এ মন
সার সার বর্ণালী মেয়াদী জ্বরের ঘোরে
একরোখা ষাঁড়ের মতন ছারখার করে দেবে
কমলের বনে যত নেশাখোর কীটের বাহানা
তুমি আসো তুমি যাও কূপ থেকে উঠে আসে
রাশি রাশি জ্বালানীর উদারা মুদারা
পোড়াও পোড়াও আরও উদ্বায়ী হব
শিখিয়েছ একাদের কান্না থাকে না।
যতটা আকাশ তুমি ততোধিক উড়াল এ মন
মেঘের উপর আরও মেঘহীন মরুশূন্যতা
জলহীন ছায়াহীন আঁধারের মাদুর বিছানো
উল্কার বীজ নেয় কালপুরুষের প্রিয়তমা
গর্ভধারণে তার জরায়ুতে অনীহার বাসা
মাতৃত্বের মুখে রতিলেখ তুমি মানবে না
ধূলো মাটি সংসারে রমণে মরামাস জমে
ওড়াও ওড়াও আর ঘর বাঁধব না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন