অসিত মণ্ডল, নিলয় নন্দী



সম্পাদকীয় :

এক দুরন্ত গতিমান সময়ে বাস করছি আমরা |প্রতিদিনের, প্রতিরাতের প্রতি মুহূর্ত যেন বেহাত হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে |প্রাত্যহিক জীবনের যাঁতাকলে আটকা পড়ে হাজার গন্ডা দায় সারতে সারতে আমরা কি হারিয়ে ফেলি আমাদের ছোট ছোট ভালোলাগাগুলোকে? আমাদের মনের অন্দরমহলের কোনো এক বন্ধ ঘরের অন্ধকারে কি গুমরে কাঁদে আমাদের ব্যক্তিগত অপ্রাপ্তি, অসম্পূর্ণ ভালোবাসা? 
আসুন না কবিতা,  গল্প, মুক্তগদ্যের     কোনো শব্দবন্ধে, বা কোনো ছবিতে খুঁজে পাই কিনা আমাদের নিজস্ব কোনো আলো, আঁধার, কোনো আশা, নিরাশা, কোনো স্বপ্ন, স্বপ্নভঙ্গ |দেখি না নিশুতি রাতে ঘুম ভেঙে গেলে যে আনন্দ ও কষ্ট একলা সংগোপনে উদযাপন করি তার কোনো মিল, কোনো উপশম খুঁজে পাই কিনা |
একমাত্র সাহিত্য সেতু পেরিয়ে আমরা পৌঁছে যেতে পাড়ি সেই রূপকথার দেশে যেখানে হিংসা নেই, দ্বেষ নেই, হানাহানি নেই, মৃত্যু নেই, রক্তক্ষরণ নেই |আছে শুধু নির্মল আনন্দ |আছে জীবনে জীবন মেলানো |হৃদয়ে হৃদয় মেলানো |
`বাতিঘর অনলাইন ´ব্লগজিন আমাদের সেই স্বপ্নের বাড়ি যেখানে খোলা বারান্দায় বসবে  লেখক পাঠক মুখোমুখি |জমে উঠবে আন্তরিক আলাপচারিতা |
মুছে যাবে সব অন্ধকার, জ্বলে উঠবে হাজার আলোর বাতি |
´বাতিঘর সাহিত্য বৈঠক ´থেকেই এই ব্লগজিনের জন্ম |আপাতত ঠিক হয়েছে তিন মাস অন্তর আমরা আপনাদের মুখোমুখি বসবো |
এই আত্মপ্রকাশ সংখ্যায় যাঁরা লেখা পাঠিয়েছেন তাঁদের প্রত্যেককে ´বাতিঘর সাহিত্য বৈঠক ´এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য