দেবাশিস ঘোষ

স্নানপর্ব ।।   
---------------------------------------
ঘুমের ভিতর থেকে গর্জে ওঠে একমুঠো সায়ানাইড
চেয়ার টেবিল খাট ভাসমান দূরে সরে যায়
ঘুমের ভিতর থেকে বোতামেরা সুতো খুলে ফ্যালে
ন্যাংটো করে ছেড়ে দ্যায় শীতল আপ্লুত সরোবরে
গাছে উঠে বোতামেরা সিটি দ্যায় জলে সখীদল
লজ্জা ডুবিয়ে নিয়ে তিন আঙুল কৃষ্ণগহ্বরে
জল ছেড়ে উঠে তাঁরা একে একে একে একে ঢুকে যায় গাছের ভিতর
বোতাম জটলা করে গাছেদের ধমক শাসানি
দূরে চাঁদ লেজ নাড়ে চান্দেল প্রাসাদে বাঁধা চেন
জল থেকে একে একে উঠে যাচ্ছে মাধুরী ম্যাডোনা
ঘুমের ভিতর ফের জেগে উঠছে সহস্র চুম্বন
গাছের উপর থেকে বাঁশের বাঁশরী ক্রিয়াশীল
সেভেন্থ সিম্ফনি নাচে গোরে গোরে জলপৃষ্ঠে ভেসে
বোতাম বিস্মিত হয় যমুনাও খুলে দ্যায় রূপ

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য