সানন্দা গাঙ্গুলী
সেই বিকেলে
********************
যে বিকেল সহজে আসে না পৃথিবীর বুকে
সেই বিকেলের গল্পটা বলি, শোনো----
সূর্য অস্ত যায়নি তখনও, নরম হাওয়া
আঁকাবাঁকা মাটির রাস্তা, বাঁশের সাঁকো
সভ্য জগত ছেড়ে যাচ্ছে দুটো মানুষ ক্রমশ..
বড়ো বড়ো গাছ, ঘন সবুজ ঘাস
ভুট্টার ক্ষেত পেরিয়ে বয়ে চলেছে নদী,
নৌকা পারাপার, ছেলেদের স্নান ডুবসাঁতার
ওপারে শহর, কারখানা, কালো-ধোঁয়া
আর এপারে ভালোবাসা.......
মাটির গন্ধ, নদীর শব্দ, ঘাসপাতা, বালির চর
সব ছাপিয়ে তার কণ্ঠস্বর-----
ঘর বাঁধা যায়? অন্য শরীরও আবিষ্ট
কে চায় সভ্যতা! ঘর বাঁধা যায়...
কেমন আলোর গন্ধ এমন কথায়!
কতো সহজ মানুষকে কাছে টানা
ভালোবাসায় ঈশ্বরকে দেখেছি সেদিন---
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন