নবকুমার পোদ্দার


#অপেক্ষা#
হে ঈশ্বর তবে প্রেম কি ছলনা?
আকুতির ভেতর অজস্র একতারা
দহনে দহনে প্রণয়  পোড়ে
রাত্রি কাটে আমাবস্যার মতো
'কি চাও তুমি'-
কিছুই তো চাইনি সেভাবে
যে রুপে ভোর 
কুয়াশার মানচিত্রে 
এ জন্ম তেমনি দাঁড়িয়ে 
তোমার অপেক্ষাতে

#স্নেহ#

নতুন পুঁথির ভোর
সমস্ত হৃদপিণ্ড নিরাপদ নয় জেনেও দরজা খুলি
দরজা জুড়ে গড়ন ফুটে আছে

এমন দৃশ্যে নাবিক যেন স্নেহময় পিতা 
আমি তার সন্তান হয়ে 
মধুঘর সাঁতরে ফেলি...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য