অশোক চক্রবর্তী

মজলিশ

দুঃখকে পাশে বসিয়ে কাঁধের 
উপর হাত রেখে মজলিশি
মেজাজে আছি ওর সঙ্গে,
কাটিয়েও দিলাম বহুদিন___

যাও বলতে পারি না__ও যে
আমার নিত‍্যদিনের অতিথি।

সাম্রাজ‍্য

পাথর সাম্রাজ‍্যে আছি
ঠোকাঠুকি--ফুলকি-দাবানল
আগুন__পুড়তে থাকি
স্থবির বৃক্ষ-জনতা
পোড়াও পোড়াও
পালাতে পারিনা___

হৃদয়হীন পাথুরে সংগ্রাম....।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য