রিমলী বিশ্বাস



ফেরত
তুমি জানতেও পারোনি...
আমি শুধু তোমাকেই লিখে গেছি রোজ!

যে ব্যথায় নীল হতে হতে নদী হয়ে গেছি 
যে আদরে ফুলঝুরি রঙমশাল 
সবটাই তোমারই দেওয়া!

তোমার ট্যাগ না খোলা শার্ট থেকে
ছিঁড়ে যাওয়া পুরনো পাঞ্জাবির বোতাম পর্যন্ত, 
গোধূলির নির্জন রাস্তায় হেঁটে যাওয়া ক্লান্তি থেকে
মধ্যরাতের ভুলবশত ঘুমভাঙা পর্যন্ত, 
এলোমেলো ছুঁতে চাওয়ার ইচ্ছে থেকে
তীব্র আশ্লেষ পর্যন্ত... 
শুধু তোমাকেই লিখে গেছি!

ছাতিমগাছ কবীর সুমন 
চা কিমবা ওয়াইন 
সবটাই অনুসঙ্গ মাত্র! 

আমার শীতকালীন অ্যাস্থামায় 
ইনহেলারের কাজ করে গেছে
তোমার ফুসফুসের চিত্রকল্প!

তোমারই বিকল্প খুঁজে দু'হাতে 
আগুন ঘেঁটেছি 
তোমারই আদল ভেবে অন্ধকারে 
নিভিয়ে দিয়েছি আলো...
তারপর? 
সেসব থাক...

শুধু এটুকু জেনে রাখো 
তোমায় লিখবো বলেই 
কল্পনা আর মিথ্যে 
কখনও একাকার করিনি...

কোনদিন পৃষ্ঠা উল্টিয়ে দেখো
নিজেকে ফেরত পেয়ে যাবে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য