নন্দিনী রায়
ফাঁকি
দুয়ার জুড়ে দাঁড়িয়েছে মহাকাল
দূর্বিনীতার সোমত্ত কটিবাস
লজ্জা হারিয়ে ছড়িয়েছে তার জাল
আগুনের পাশে শুয়ে আছে মৃত লাশ।
আগুন শুধুই পোড়াতে জানে দেহ
মনকে সে আজ পোড়াতে পারল কই!
ধিকিধিকি মন পোড়ায় যে সন্দেহ
আজকের দিনে সবথেকে প্রিয় সই।
পোড়ায় মাংস, পোড়ায় অস্থি, ত্বক
কঙ্কাল হাতে শাঁখাগুলি পোড়েনা যে
আসলে আগুন বড়ই স্থিতিস্থাপক,
ত্রুটি রাখবে না সে শবদাহ কাজে।
নাভিকুণ্ডলী পুড়ে উঠে আসা ছাই
জোনাকগন্ধ লেগে থাকা হিম রাত
সাক্ষী থাকবে নিঃসঙ্গ চারপাই
অথবা ডোমের খুঁজতে থাকা হাত।
সরিয়ে দেবে সে যাবতীয় আবরণ
ছাইয়েরও কিছু আড়াল থাকবে নাকি!
জন্মের থেকে মৃত্যুর বিবরণ,
মাঝখান টুকু...একটা বিরাট ফাঁকি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন