রেহান কৌশিক


রাক্ষস


বুকের ভিতর আজও ঝড় তোলে কোনো এক সাহসী রাক্ষস
আর্যদের চতুরতা ভেঙে
               ফিরে পেতে চায়
                        স্বাধীন পতাকা
                        মায়াচ্ছন্ন স্বদেশের ঘ্রাণ।

মুছে যাচ্ছে আঙুলের সমস্ত জড়তা
কণ্ঠনালী থেকে আজ খুলে যাচ্ছে সব অসাড়তা
              জেগে উঠছে পুনরায় মিছিলের পুরোনো ক্ষিপ্রতা...

চলো, তবে যাই
মুখোমুখি প্রকাশ্যে দাঁড়াই।

পেয়েছে কি কেউ কোনদিন
                           সরল-ভূখন্ড
                           সহজ-মানচিত্র কারো অকাতর দানে?

পাখিদের চতুরতা নেই
শ্রমিকও শেখেনি কোনো চাতুর্যের পাঠ
খিদের দাবিতে তারা সরাসরি কথা বলতে জানে।

কেউ যদি একে আজ দ্রোহ বলে - বলুক বলুক
কেউ যদি রাক্ষসের নামে ডাকে - ডাকুক ডাকুক...

আগামীদিনের জন্য, সন্ততির জন্য
প্রতিটি গলির মুখে, মহল্লার বাঁকে
                          সশস্ত্র দাঁড়াক আজ রাক্ষসের দল।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য