পিয়ালী বসু ঘোষ



(এক )

#ওষধি_________


রোদের হেলে পড়া দেখলে টের পাই 
 শরীরে নেমে আসছে সূর্যাস্তের ট্যাটু

আমি সেই রোদের যৎকিঞ্চিৎ সঞ্চিতা 
ঋতুপরিবর্তনের উল্লাস থেমে গেছে বহুদিন 
কেবল তেতো এক চুম্বনচিহ্ন এখনো 
স্যাঁতস্যাঁতে করে রেখেছে গোলার্ধের দক্ষিণ 

আলোছায়া খেলায় ব্যর্থ দাবাড়ু আমি 
জেনেছি, এ রোদ্দুর অব্যর্থ ওষধি 
নিরাময় অযোগ্য সমস্ত অসুখের|

(দুই )

#ভ্ৰম____


বুকের ভিতরেও দুটো চোখ  আছে 
আছে অনন্ত সাদা কাশবন

সবুজ গালিচায় মোড়া লবটুলিয়ার জঙ্গল আছে একপাশে 
তার দক্ষিণে সাদা বালির চড়ে আরণ্যক এর স্রষ্টা বইহারের ইতিহাস আঁকছেন 
অতিপ্রাকৃত পরীরাজ্যে তখন দুধলি জ্যোৎস্না

ডাগর ফুলের চোখে এসময় কেবলই ভ্ৰম হয়
ছোট ছোট পায়ে গৃহস্থের ঘরে নেমে আসা মেয়েটি ভানুমতী নাকি কোজাগরী

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য