সমর্পিতা ঘটক
বার্ডম্যান *** এই ঝিমধরা শুকনো বেলায় উড়ে যেতে ইচ্ছে হয়, সন্তর্পণে বারান্দার গ্রিল গলে হুস করে উড়ে যেতে হয়... জানি, তবু অপেক্ষা করি আরো একবার। উড়ে গেছে রুটিওয়ালি মাসির বর বেহালার মহেশতলায়, নিরঞ্জনের বাবাও কোনও এক সকালে পুরনো স্মৃতি খুঁড়ে লাল উঠোন থেকেই লক্ষ্মণরেখা মুছে দিয়ে হুস... গোলাপি আলো ছিল সেদিন সাঁতরাগাছির ঝিলে, ওদের হাতের রেশমি রুমাল খুলে যায় প্যারাসুটের মতো, ছেলে, মেয়ে, বউ তাকিয়ে থাকে উপরের দিকে। পালকের মতো নীচে শুধু হিং টিং ছট। ঘাড় উঁচু করে দেখতে পাই বার্ডম্যান। আমিও যাই বারান্দা পেরিয়ে... বালুচরি ডানা... গ্রিল, ট্রিল জড়সড় নীচে, বাতিল লোহা লক্কড়... শেকল বাকলের মতো... ।