রবীন বসু
অবিরল অন্ধকারে তিনি আলো : অসুন্দরের মাঝে সুন্দর
চারপাশের এই অবিরল অন্ধকারে, এই অসুন্দরের বর্ণাঢ্য পরিবেশনের মাঝেই তিনি আছেন l সীমাহীন লাঞ্ছনা আর আত্মপ্রবঞ্চনার এই মহাদেশে তিনিই বোধহয় শেষ বিবেক l শেষ বাতিস্তম্ভ l আমাদের চৈতন্য টনিক l
"তুমি রবে নীরবে", নিভৃতেই তিনি আছেন, আমাদের হৃদয়ের গভীর-গোপনে l আমাদের ভালোবাসায়, বিচ্ছেদে, মরণে সহমরণে l আমাদের নিত্য দিনের নিঃশ্বাসে তিনিই ফ্রেশ ক্লোজআপ l আনন্দ বিষাদ ক্রোধ আর হোককলরবে তিনি প্রবল ভাবে বিরাজ করেন l তিনি তরুণের তারুণ্য l বয়স্কের আশ্রয় l আর সর্বহারার নির্ভরতা l
যদি তিনি না থাকতেন কী হত আমাদের? প্রেমিকের চিঠি (মেসেজ) লেখা হত না l প্রেমিকা মাথায় ফুল দিয়ে অপাঙ্গে তাকাত না l পাড়ায় পাড়ায় নাচ আর গানের স্কুল থাকত না l ছেলের জন্য কনে দেখতে গিয়ে কোন বৃদ্ধ বলত না, একটা রবিঠাকুরের গান গাইবে, মা l ভগ্নহৃদয় আশার আলো দেখতে পেত না l প্রতিবাদী যুবক আপন বুকের পাঁজর জ্বালিয়ে একলা হাঁটত না l একটা জাতির সংস্কৃতি কী তা আমরা জানতাম না l শেষের কবিতা যদি না থকত, আমরা বুঝতাম না শাশ্বত প্রেম কী! সব যুবক-যুবতী কেমন কানা হয়ে যেত l আমরা এক অপ্রেম পৃথিবীতে অনিঃশেষ অন্ধকারে ডুবে যেতাম l
মহাযুদ্ধোত্তর পৃথিবীতে হিংসা যত বেড়েছে, ব্যক্তির মানসিক শান্তি আর আশ্বাস তত কমেছে l অশান্ত সেই মনে শান্তির বারি বর্ষণ করে তিনি আনলেন নোবেল l আমাদের গর্ব, পরাধীন দেশের স্পর্ধা l আন্তর্জাতিক রবীন্দ্রনাথকে আমরা চিনেছি তাঁর ইউরোপ ভ্রমণে, তাঁর আন্তর্জাতিকতা বাদে l
তবুও তিনি গুরু নন, শুধু কবিও নন l তিনি সখা, বন্ধু ও প্রিয়জন l যিনি সব সুখে আছেন, দুঃখে আছেন l হাসিতে ও কান্নায় আছেন l প্রতিবাদ বিদ্রোহ ও সমর্পণে আছেন l তিনি জড়িয়ে সাময়িক ঘটনায়, দূরবর্তী ভবিষ্যতের দিক্ নির্দেশে l
শুরু করেছিলাম যে অন্ধকার দিয়ে, তিনি সেই অন্ধকারে ভীষণভাবে আলো জ্বালেন l তাঁর জীবনবেদ ছিল উপনীষদ l যে উপনিষদ জীবনকে অসপসঠসআর মানুষকে ভালোবাসতে শেখায় l
আমাদের চারপাশে এখন শুধুই হিংসা, নির্যাতন, ধর্মীয় উন্মাদনা আর ভয় l দমবন্ধ করা সেই ত্রাস থেকে বেরিয়ে আসা, ভয়কে জয় করার মন্ত্র তিনি আমাদের শিখিয়েছেন l সেই মন্ত্র আমরা কবি বুদ্ধদেব বসুর "রবীন্দ্রনাথের প্রতি" কবিতায়ও পাই l
..…."এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা—
এ নরক সহিতে কি পারিতাম, হে বন্ধু, যদি না
লিপ্ত হ'তো রক্তে মোর, বিদ্ধ হ'তো গূঢ় মর্মমূলে
তোমার অক্ষয় মন্ত্র l অন্তরে লভেছি তব বাণী
তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি l"
————
আন্তরিক ধন্যবাদ জানাই
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ জানাই
উত্তরমুছুন