অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য
শেষ দেখা
তুমি কি আমার জন্য কোনোদিন
একা থাকার অনুভূতি
বলেছিলে
রাতের অন্ধকার আকাশকে ?
ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ
গুনেছিলে ঘুম না আসার
যন্ত্রণায় ?
তুমি তো চিরকাল অধৈর্য ,
অশান্ত
ব্যস্ত , সময়ের ঘেরাটোপে
অজুহাতে
আজকে কেমন শান্ত হয়ে
একা হসপিটালের কেবিন ঘরে
আমি ভীতু তাই থাকি
বৃদ্ধাশ্রমে
একটা খাটে দুজন,মানিয়ে
নিতে হয়
রাতের বেলা গুনেগুনে ওষুধ খেতে হয়
ঘুমের ওষুধ তোমার মতো
বেয়াড়া
একটু দেরিতে পোষ মানে
কেন যে শুধু তোমার কথা মনে পড়ে!
তোমার সঙ্গে শেষ দেখা
ঝিলের ধারে ,
পেরিয়েছে বছর পঁচিশ নাকি তিরিশ ?
এবারও দায় আমার মনে রাখার
!
তুমি কি শুধু দেখবে আমায়
?
জানি কথা জমে তোমারও বুকে
বলার ক্ষমতা হারিয়েছ
কতদিন ?
নার্স বলেছে - চুপ থাকবেন আপনিও ।
তোমার বউ বলেছে অপেক্ষা
শুধু মৃত্যুর ।
তুমি কি আমার জন্য
কোনোদিন
অপেক্ষা করেছিলে নির্জনে
, একা !
ভিসিটিং আওয়ারের শেষ বেল বাজছে
একা থাকার অনুভূতি বলছ
রাতের অন্ধকার আকাশকে !
ঘড়ির টিকটিক আওয়াজ
শুনতে পাওনা রাতে , ঘুমের
ওষুধ
আজ ভালবাসার থেকেও দরকারি
ঘুমিয়ে থাক যন্ত্রণা ,
একলা রাত ।।
অপেক্ষাজনিত...
উত্তরমুছুন