জয়তী কাঞ্জিলাল


রাতের তারা 

প্রগলভ হাসির উল্লাস লোভী চোখে মাপি
ঢেউ তোলে নগ্ন শরীর 
ঠিক কোন জায়গাটা সুস্বাদু অতি
কোনখানে লুক্কায়িত বন্যতা তার

আদর দেখেছো তুমি দাঁত ও নখের ?
জিভ-ও চিনেছে স্বাদ সামুদ্রিক ভূমি 
যে স্তনে নখর ক্ষতে দুধেল সায়র
শুকিয়েছে গলা কার জানোনি তো তুমি 

পালা করে অন্নদাতা আসে আর যায় 
ক্লান্ত শরীর তবু উপাচারে সাজে
দেহভোগ মেলে ধরে কি নিপুনতায় ! 
রাত শেষে প্রসাদের রেকাবির মাঝে...

পড়ে থাকে তাহাদের মৃত ভালোবাসা 
শরীরে শরীর রেখে শঙ্খ লেগে থাকা 
আঁচড়ে কামড়ে ধ্বস্ত নদী ও পাহাড় 
জীবন অনিত্য , তবু বেঁচে থাকা ।। 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য