রবিন বণিক

দূরত্বের রং


দূরত্বেরও একটা অদ্ভুত গন্ধ আছে নিশ্চই
একজন তপস্বীনীরও এক মিষ্টি গন্ধ আছে
একজন হাওয়া বিশারদ বলেছিলেন কতদূর চলে গেলে
গন্ধ পিছু নেওয়া ছেড়ে দেয়
কতদূর চলে এলে দূরত্বও চিনতে পারে না চোখ

কে যেন ডিঙিয়ে যাচ্ছে আমাদের, ওই পাড়ে
আরো কোনো গন্ধের খোঁজে

দূরত্বে চলে গেলে একে অন্যকে ছুঁয়েও বুঝতে পারে না গন্ধের নানা রং–



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য