বহতা অংশুমালী মুখোপাধ্যায়

নির্ভরশীল
আমি একটি শিশুর মতন
আপনাকে দেখছি
এই ঘর থেকে ওই ঘর
এই পাঠ থেকে ওই পাঠ
এই জীবন থেকে ওই জীবন
আপনারই সাথে সাথে
ফিরছে আমার চোখ
ঘুরছে আমার ঘাড়
হাঁটতে পারি না তবু
চলতে পারি না
কোন অতিক্রম নেই
আপনাকে রোদ্দুর ভেবে
গাছের ডালের মতো খানিক সরন



আমার এ অপারগতা
এ স্থিতাবস্থা
দুচ্ছাই করছেন?
জানেন কি বিবর্তন মানবশিশুকে
কেন অসহায় ক'রে ফেলে রাখে?
কিভাবে সমাজ
শিকড় প্রোথিত করে ধীরোচ্চারে
পুনর্নির্মিত
টাওয়ার অফ ব্যাবেলের চুড়ায় মানুষ
একে অন্যের হাত ধরে!



এমন অপারগতা নেই বলে শিম্পাঞ্জিরা
লক্ষ লক্ষ বছরেও অনির্ভরশীল
একা একা -
শুধু একটি কাঠি দিয়ে খুঁটে যায় পোকার বাসাটি
শুধু একটি পাথরেই ভাঙে কাঠবাদামকে তারা
যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ
স্বাবলম্বী, মনুষ্যেতর
ভাষা নেই
আমার মতন
অবিচল চোখ নেই
বিবর্তন নেই
নির্লজ্জ প্রেমপত্র নেই



অনুকরণেরই শুধু সামাজিক কারসাজি জেনে
কিভাবে দিয়েছে উঁকি, পৃথিবীর বায়ু পর্দাকে
আস্তে আস্তে উঠিয়ে মানুষ
একসাথে মহাকাশ দেখেছে, যে অগণন তারার বুনন
হতবাক করে
সে অনুকরণে
আপনাকে ভালোবেসে
আপনাকে অধিগত মেনে
আপনারই ভঙ্গীতে
কোন একদিন
উঠে যাবো ঠিক

প্রেম থেকে নিবিড় অপ্রেমে



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য