বন্যা ব্যানার্জী
ফেরা
অনেকের ভিড়ে তুমি মুখ ধুয়ে নাও।
হাত মুছে নাও হেমলক বিষন্নতায়, ছায়ামানব হয়ে সুড়ঙ্গ কেটে চলো।
পড়তে থাকো,বাজতে থাকো পাশার দানের মতো।
ততক্ষণে তোমার করতলে আঁকা হয়ে যায় লজ্জবস্ত্র।
বিদীর্ণ জঙ্ঘার আর্ত চিৎকারে এলিয়ে দাও তোমার কেশ রাশি।
তারপর
.... গত জন্মের ইতিহাস ঘেঁটে তুমি লিখে ফেলো
একটি শিকড়ের আত্মকথন। মোবাইল
বেজে ওঠে।আবার, আবারও।
জানতে পারো চেন ভেঙে গেছে।ভাইরাস পরাজিত।
সমস্ত মোমবাতি নিভিয়ে তুমি বাইরে এলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন