অর্ঘ্য দত্ত


মৃত্যু  সংক্রান্ত


সামনে রঙিন পৃথিবীর ছবি কাঁপে
বাঁয়ে বসে সীমা, অসীম আমার ডাঁয়ে

প্রতি পল যেন লাফ দিয়ে দিয়ে যায়
কোলের ওপর ডেটা-বেস ঝরে পড়ে

এই যে নরম, মগ্ন অন্ধকার
শব্দরা ছোঁয়, সংখ্যারা খেলা করে

ছুঁয়ে ছুঁয়ে  থাকা,  তবুও আমরা  জানি 
এমন সময়ে  মৃত্যুই মনে  পড়ে


ক্ষিতি ডাকে, আয়
চারিদিকে শিকড় ছড়ায়

অপ ডাকে, এস
জোড়া-হ্রদ পল্লবে ভেসো

তেজঃ বলে,  ভালো? 
পথের কিনারে জ্বলে আলো

মরুৎ ও ব্যোম ডাকে, আয়
লাবন্যে ভরে প্রাণ দূর ইশারায়

একদিন সব মায়া জানি মরে যায়
অগ্নির মাঝে  শুধু আমি চলকায়। আমি চলকায়।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য