শান্তনু দাস
সাঁকো বিকেলের পর
হেমন্তের দিকে সাঁকো সাঁকো বিকেল
ঝলক মেঘ সরিয়ে শীর্ষ বাতাসে ভাঙে ঘুম
কোমরে ফোঁটা ফোঁটা লজ্জা জানে
স্নানের দৃশ্য থেকে ভেসে আসে আবক্ষ গান
জল জড়িয়ে ধরে সূর্যাস্তের গুলাব
বোঁটার দোয়েল ছিঁড়ে খসে পড়ে পক্ব স্বাদ
গাছ হয়ে যায় বাঁচার অরণ্য।
ঘামের কানামাছিতে জড়িয়ে আছে নীচস্থ গ্রীষ্ম
ঝুরঝুর হাঁটুর শতবার্ষিকী নিয়ে নামে রাত একলা বারান্দায়।
রাজার মুখ আঁকা শীর্ণ জাহাজ কুঠারের নেশায়
জল কাটে রাতে। মাটির কাছাকাছি এসে
তার বুভুক্ষু পরশু হাওয়া পাতিয়ে খানখান হয়ে যায়।
🌿🌹🌿
উত্তরমুছুনসাঁকো সাঁকো বিকেল, রেস্তোরাঁয় দ্রবণ লাগে, ঝুরঝুর হাঁটুর শতবার্ষিকী -- এইসব ঘটনা যে কবিতায় ঘটে থাকে দাঁড়িয়ে দেখতে হয়, দেখতেই হয়।
উত্তরমুছুন