সজ্জ্বল দত্ত
বৃষ্টি
কোন চুমু গোপন রাখব না ।
বলো গোপন করবে না
এতদিন লুকিয়ে মনে মনে যত !
জড়িয়ে দু'হাত বাড়িয়ে প্রেমিক পৃথিবী আমার
মেঘ ফেলে এই ভিক্ষা হাত পেতে ....
অভিসারে মশগুল ....
এত জল !
এমন আগুনে জ্বলে নতুন আষাঢ়
তবু একসঙ্গে পুড়ে ছাই !
পেছনে আকাশ কালো সারাদিন মুখভার
পুরোনো ভালবাসা
নতুন কবিতাশব্দ
ঠোঁট ছুঁয়ে বুক ছুঁয়ে নতুন অন্ত্যমিল !
মাটি আর বৃষ্টির মিলন সময়টুকু এতখানি অশ্লীল !
.............
খুব ভালো লাগলো ...চতুর্থ ও পঞ্চম লাইন দুটি আমার মানসপটে গভীর, বিষাদ অথচ প্রেমময় রূপে ধরা দিয়েছে ...আমার নিজস্ব অনুভব জানালাম।
উত্তরমুছুনবাহ, খুব সুন্দর।
উত্তরমুছুনএমন আগুনে জ্বলে নতুন আষাঢ় / তবু একসঙ্গে পুড়ে ছাই। মাটি আর বৃষ্টির মিলন সময়টুকু এতখানি অশ্লীল।
উত্তরমুছুনদারুণ লিখেছো। আর তোমার এই কবিতায় যে নির্মাণ কৌশল ব্যবহার করেছে তা প্রচন্ড শিল্পময়। এই জায়গাটায় দখল নিয়ে রাখো।
অসামান্য!!! খুব ভালো লাগল সজ্জ্বল দা!
উত্তরমুছুনঅসাধারণ শুরু। অসাধারণ শেষ। মাঝে বৃষ্টির ক্যানভাস।
উত্তরমুছুন"মাটি আর বৃষ্টির মিলন সময়টুকু এতখানি অশ্লীল"!
উত্তরমুছুনঅপূর্ব।রিভার্সালটাই ভেঙে গেল।ব্রিলিয়ান্ট।