অনুক্তা ঘোষাল

।।কথাসব।।
          
আমাদের গান ভেসে যায় চেনা পথে
আলো হয়ে জ্বলে প্রতিবেশীদের ঘরে।

যারা যেতে চায় তারাও হয়তো জানে
রাস্তা ফুরোবে খই রেখাটার পরে।

অভিযোগ গিলে শান্তি কিনেছি যত 
সব মুছে গেছে চেনা আঘাতের টানে।

মধ্যবিত্ত ব্যথায় পুড়েছে তবু
কত ভেজা চোখ রোদ্দুর খুঁজে আনে।

হাতছাড়া গেছে পিছুটান নেই মোটে
এমন প্রেমিক অগণিত আমি চিনি।

যারা যেতে চায় তারাই বলতে পারে 
অভ্যেস শুধু আত্মার কাছে ঋণী ।

জোট বেঁধে আসা শব্দের ভিড় ঠেলে 
একা স্থাণু শুধু অতীতের হাতছানি ।

পৃথিবীর দেহ ছোট হয়ে গেলে কাল 
দিয়ে যাব প্রিয় কবিতার পাতাখানি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য