অর্ঘ্য রায়চৌধুরী




কোয়ারেন্টাইন

কতগুলো দ্বীপ, পাখিরা উড়ে গেছে
থইথই জোছনায় ভেসে আছে গাছ

কতগুলো পথ, যাকে নদী বলে চিনি
সেখানে নিঝুম পাতা, একাকী দুপুর

কতগুলো সিঁড়ি, ঝর্ণারা নেই
শুধু এক স্তব্ধ পাহাড়, ধীরে ধীরে 
বেড়ে উঠেছে

কতগুলো শব্দ, চাপা পড়ে গেছে আজ
হাওয়ার হাসিতে। এখন দরজা খুলে
চোখে চোখে টর্চ মারে কারা।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য