মঞ্জরী গোস্বামী
মা
মা চলে গেলে
তারপর ঘর দুয়োর উঠোন তুলসি তলা ঢেকে থাকে মায়ের শাড়িতে
মায়ের দু বেলা হাত পুড়িয়ে ঘরকন্না সাফ সুতরো বিছানা মশারি
পিদিম জ্বলা অন্ধকারের ঠেস দিয়ে বসে থাকা
কখন ঝিঁঝিঁ র দল আখড়ায় জমাবে নিমাই সন্ন্যাস
শীতল পাটির মত মসৃন কথা
কথায় কথায় রাত মাকে ঘিরে যুবতী হয়ে ওঠে
আর বুকের ভাঁজ থেকে নরম খই ফুল
আমাদের চোখ মুখ তারা ঝিলমিল
পাড়ি দেয় দূর দূর মেঘের সাঁতারে
মা চলে গেলে
বাবা রাঁধে বাড়ে ভাত দেয়
উনুনের গায়ে জমে আলুনি গেরস্থ বিষাদ
বালিশে লুকিয়ে থাকে শাঁখা নোয়া পলা
মা' র হাত ছাড়া ওরা কোথাও বাজবে না.....
অপূর্ব বিষন্নতায় আঁকো জীবন....ঋণী করে তোলো
উত্তরমুছুনবাঃ কী পেলব অনুভূতি! বুকের ভাঁজ থেকে নরম খইফুল
উত্তরমুছুনআমাদের চোখ মুখ তারা ঝিলমিল। আহা
কবিতা বেজেছে তার শব্দে সৌরভে।
উত্তরমুছুন