রিমলী বিশ্বাস


ইতালি এবং রবীন্দ্রনাথ 
----------------------------------

রবি ঠাকুর, 
আজ কি অদ্ভুত ভাবে একই সঙ্গে
তোমায় আর ইতালিকে মনে পড়লো জানো!
মাইকেলেঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্য 'পিয়েতা'-র
ওই মাতা মেরীর কোলে মৃত যীশু, 
আজ ইতালির ঘরে ঘরে রাস্তায় রাস্তায়! 
সেই 'লেডি উইথ দ্যা ল্যাম্প'...
আর ফিরবে না কোনোদিন ওদেশে!
অথচ তুমি তো চেনো সেই নান্দনিক দেশ,
যার টানে দ্বিতীয়বার সমুদ্রে পাড়ি তোমার!
ঝলমলে মুখোশ উৎসব আর ভেনিস শহর,
যার নাম 'সিটি অব লাভ অ্যান্ড লাইটস'! 
ভাসমান গন্ডোলায় প্রিয়মুখের সাথে জলবিহার!

দ্যাখো,সবটুকু কেমন মুঠোয় ভরে নিচ্ছে মহামারী! 
ইউরোর ইতিহাস মুছে যাচ্ছে প্রতিদিন
একটু একটু করে! 

রবি ঠাকুর, 
মুসোলিনীর বন্ধুতাও ফেরাও নি তুমি!
ফেরাও নি ফর্মিকি, তুচ্চি প্রমুখকে!
ইতালি কিভাবে ভুলবে তোমায়!
তোমারও তো মনে পড়ে তাদের, পড়ে না?
আরও একবার নাহয় তোমার দোভাষীকে ডাকো,
সে বলে দিক.....
"যাহা কিছু সব, আছে আছে আছে",
ব্রহ্মসংগীত হোক,
আমরাও শুনি সে স্বর পৃথিবীর অন্য প্রান্তে বসে,
বেঁচে গেলে যেতেও পারি, এবারের মতো! 


             *****************

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য