বনশ্রী রায়


প্রেমিক


শ্রাবণ খুঁজতে,
এক অতৃপ্ত বৃষ্টিতে সপসপে ভিজে, 
জীবন ছুঁয়ে মুখ লুকিয়েছি
তোমার শার্টের বোতামে ৷

 তোমার কাঁধের লালচে তিলে,
   জমিয়েছি আবেগ ক্ষরণের ইতিহাস ৷
    হাতের আয়ুরেখায় বোহেমিয়ান যাপন ৷
       ডুবন্ত মায়া সভ্যতার লোনা স্বাদ ৷

   ভালোবাসাকে হুকে টাঙিয়ে
              নিঃশর্ত আনন্দে,
    শরীরী ব্যাকরণ সন্ধি-সমাসের চিহ্ন,
                      পান্ডুলিপি জুড়ে ৷
       তখন   প্রেম হৃদপিন্ডের অলিন্দে
                     অনিবার্য ঘুমে ৷

   আয়ুময়  স্বপ্নের উচ্ছ্বাসে স্নাত,
         উষ্ণ পৃথিবীর বুকে,
       এঁকেছি    গাঢ় নীল রঙের চুম্বন ৷

   অন্ধকার হাতড়িয়ে আলোয় ফিরে,
          হারানো স্বপ্ন খুঁজে খুঁজে জড়ো করেছি ,
               নতুন লাবণ্যে, আনমন৷ মনের ক্যানভাসে

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য